Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Current Parishad

চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও র্বহত্তম জনপদ হলো ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ।কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন বিভিন্ন ধরনের হাতের নাগালে সুযোগ সুবিধা পাওয়ায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

 

ক) নাম- ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন-২,৪২২ (একর)।

গ) লোকসংখ্যা – ১২,০৪৪ জন।

ঘ) গ্রামের সংখ্যা- ১টি।

ঙ) মৌজার সংখ্যা-১টি।

চ) হাটবাজার সংখ্যা -     ১টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ।

জ) শিক্ষার হার- ৯৫.০০%

ঝ) সরকারী বেসরকরী প্রাথমিক বিদ্যালয়-০৫টি।

ঞ) কমিউনিটি প্রাঃ বিদ্যালয় -২ টি।

ট) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি।

ঠ) মাদ্রাসা-০২ টি।

ড) কলেজ –নাই।

ঢ) কামিল মাদ্রাসা- নাই।

ণ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব ইমাম হাসান রাসেল গাজী।

ত) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান –নাই।

থ) ঐতিহাসিক / পর্যটন স্থান –নাই।

দ) ইউ.পি কমপ্লেক্স ভবন কাল- কমপ্লেক্স ভবন নাই

ধ) নব গঠিত পরিষদের বিবরণ-

 

১)

শপথ গ্রহণের তারিখ

১৭/০৭/২০১৬

২)

প্রথম সভার তারিখ

১৭/০৭/২০১৬

৩)

মেয়াদ উর্ত্তীনের তারিখ

২৫/০৭/২০২১

 

ন) গ্রাম সমূহের নাম-

 

তরপুরচন্ডী

উঃতরপুরচন্ডী

দঃতরপুরচন্ডী

পঃ তরপুরচন্ডী

পূঃ তরপুরচন্ডী

 
           

 

 

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবলঃ-

                                      ১) নির্বাচিত পরিষদ চেয়ারম্যান -১জন।

                                      ২) নির্বাচিত পরিষদ সদস্য-    ১২ জন।

                                      ৩) ইউনিয়ন পরিষদ সচিব-    ০১ জন।

                                      ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ-        ০৭জন।

                                      ৫) ইউনিয়ন কেন্দ্র পরিচালক/পরিচালিকা ত্ত শিক্ষানবিশ ০২ জন।

 

গ্রামভিত্তিক লোকসংখ্যা

১২,০৪৪ জন।

 

তথ্য সূত্র- আদমশুমারী ২০০১ প্রতিবেদন।

 

   ( উল্লেখ্য যে, অত্র ইউনিয়নের অধিকাংশ গ্রাম পৌরসভায় আত্ততা ভুক্ত হত্তয়ার কারনে ইউ.পি জন্ম নিবন্ধন বহিতে অর্ধেক জন্ম নিবন্ধনে লিপিবদ্ধ হয়েছে।)

  যোগযোগ ব্যবস্থা

  চাঁদপুর সদর উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ০১ কিঃমিঃ

 চাঁদপুর সদর উপজেলা থেকে সড়ক পথের মাধ্যমে ইউনিয়ন পরিষদে আসা যায়।

উপজেলা থেকে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা –

সড়ক পথে-১০ টাকা, (জনপ্রতি)।

 

ছবি